গোপালগঞ্জকে বিভাগ করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

Slider খুলনা সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

Gopalgonj Photo-1

 

 

 

 
এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জকে বিভাগ করার দাবীতে জেলা সদরসহ জেলার ৫টি উপজেলায় এক যোগে মানব বন্ধন কর্মসূচী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে জেলাবাসী এ মানব বন্ধন কর্মসূচী পালন করে।
মানব বন্ধন কর্মসূচিতে অন্তত ২৫ থেকে ৩০টি সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারও মানুষ অংশ গ্রহন করেন। তারা নিজ নিজ সংগঠনের পক্ষে ওই কর্মসূচিতে অংশ নেন। এ সময় বিভাগের দাবী সম্মিলিত বিভিন্ন ব্যানার ও প্লাকার্ড বহন করে আন্দোলনকারীরা।
পরে সেখানে মানব বন্ধন পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক। গোপালগঞ্জ পৌর সভার মেয়র ও গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলী লেকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি অধ্যক্ষ আবু হোসেন, জেলা জাসদের সভাপতি শেখ মাসুদুর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ রফিকুল ইসলাম মিটু, কেন্দ্রীয় কৃষক লীগ সহ-সভাপতি শরীফ আশরাফ আলী, জেলা কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান গঞ্জের, জেলা স্বেচ্ছা সেবক লীগ আহবায়ক আকরামুজ্জামান আকরাম, জেলা বিএমএ সভাপতি ডাঃ আবিদ হাসান, গোপালগঞ্জ চেম্বার অব কর্মাসের সাধারন সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধা সরকার জাকির হোসেন খান খসরু, বাজার কমিটির সভাপতি শেখ দাউদ আলী, শিক্ষক বিদ্যুৎ পোদ্দার, জেলা যুবলীগ সাধারন সম্পাদক এম বি সাইফ বি মোল্লা, এ্যাডভোকেট আব্দুল হালিম, আজগর আলী, কাউন্সিলর আলীমুজ্জামান বিটু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানটির সঞ্চলনায় ছিলেন গোপালগঞ্জ উদীচীর সভাপতি মোঃ নাজমুল ইসলাম।
বক্তারা গোপালগঞ্জ কে বিভাগ করার স্বপক্ষে বিভিন্ন যুক্তি উপস্থাপন করে বলেন, গোপালগঞ্জ হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান। এখানে চির নিদ্রায় তিনি শায়িত রয়েছেন। তাই তারা গোপালগঞ্জ কে বিভাগ হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়েছেন। এ ছাড়া একই দাবীতে পরবর্তীতে ঢাকাসহ গোপালগঞ্জের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে ওই সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।
অপরদিকে বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জকে বিভাগ ঘোষনার দাবিতে কোটালীপাড়ায় মানববন্ধন হয়েছে। সকাল ১১টায় উপজেলা চত্তর প্রধান সড়কে উপজেলা আওয়ামীলীগ এবং মেয়র ও কাউন্সীলর বৃন্দ কর্তৃক আয়োজিত উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, পৌর মেয়র এইচ এম অহিদুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মুজিবুল হক, নারায়ন চন্দ্র দাম, কাউন্সিলর কৃষ্ণ দে, মহিলা কাউন্সিলর আকলিমা বেগম প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *