চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ; চাঁপাইনবাবগঞ্জের কানসাটের ত্রিমোহনী এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের পরিচালিত ২ দিনের অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ সমাপ্ত হয়েছে।
অভিযানে ৪ জঙ্গি নিহত হয়েছে। আহত অবস্থায় এক মহিলাকে ও ৪ বছরের একটি শিশুকেও উদ্ধার করেছে সোয়াট।
তাদেরকে চাঁপাইনবাবগঞ্জের সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টায় অভিযানটি পুনরায় শুরু হয়। এর আগে ২৬ এপ্রিল বুধবার সন্ধ্যার পর অভিযান শুরু করে পুলিশের বিশেষ বাহিনী সোয়াটের সদস্যরা। অভিযান শুরুর পর গুলিসহ চার-পাঁচ দফায় বিস্ফোরণও ঘটিয়েছিল জঙ্গিরা। ভেতরে বেশ কিছু বিস্ফোরক রয়েছে।
উল্লেখ্য যে, বুধবার ভোর সাড়ে ৫টা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রেখেছিল ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।