স্পোর্টস ডেস্ক ; ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে জাতীয় দলের খেলোয়াড়দের এটি ছিল শেষ ম্যাচ। আর ঘরোয়া আসরের এ ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠল বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে। বিকেএসপি-৩ মাঠে তখন গাজী গ্রুপের হয়ে ব্যাটের ঝড় তুলেছিলেন মুমিনুল হক সৌরভ। সেই ম্যাচ মাঠে বসে দেখছিলেন মুশফিকুর রহীম ও মাশরাফি বিন মুর্তজা। কিন্তু সেসময় তাদের বিকেএসপি-৪ মাঠে লড়াই করার কথা কলাবাগান ক্রীড়াচক্রের বিপক্ষে। বৃষ্টি নেই তারপরও ম্যাচ দেরি হওয়ার কারণ কী? জানা গেল আগের দিন রাতে ঝড়ে লীগের স্পন্সর ওয়ালটন গ্রুপের বিজ্ঞাপন বোর্ড উড়ে এসে পড়েছিল মাঠের কভারের ওপর। তাতেই কভার কেটে পানি ঢুকে যায় মাঠে। যে কারণে সকালে খেলা শুরু হতে বেশ সময় লাগে। দুপুর ১টায় ম্যাচ শুরু হয় ২৭ ওভারের। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করে আশরাফুলের কলাবাগান। দলের পক্ষে ৭৯ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মেহরাব হোসেন জুনিয়র। জবাবে শুরুটা ভালো না হলেও ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ। দেশ ছাড়ার আগে দলের জয়ে দারুণ ভূমিকা রাখেন মুশফিকুর রহীম ও মাশরাফি। বল হাতে মাশরাফি ৬ ওভারে ৩৬ রান দিয়ে নেন দুই উইকেট। আর ব্যাট হাতে মুশফিক করেন ৫৩ বলে ৪৪ রান।