মুক্তিযোদ্ধারা আজ থেকে ভারত ভ্রমণ ভিসা পাচ্ছেন

Slider ফুলজান বিবির বাংলা সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ

visa20170426104358

 

 

 

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া ঘোষণা অনুযায়ী আজ বুধবার (২৬ এপ্রিল) থেকে ৫ বছরের মাল্টিপল এন্ট্রি ভ্রমণ ভিসা পাচ্ছেন মুক্তিযোদ্ধারা।

মঙ্গলবার ঢাকার ভারতীয় হাইকমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ৮ এপ্রিল শনিবার বিকেলে মানেকশ কনভেনশন সেন্টারে নরেন্দ্র মোদির ওই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার (২৫ এপ্রিল) ভারতীয় হাইকমিশন এই তথ্য জানালো।

মোদির ওই ঘোষণায় তিনি বলেছিলেন, বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ১০ হাজার মুক্তিযোদ্ধাকে পাঁচ বছরের জন্য মাল্টিপল ভিসা দেবে ভারত। একই সঙ্গে ১০ হাজার মুক্তিযোদ্ধাকে ফ্রি চিকিৎসা সেবা দেয়ারও ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ বছরের ভ্রমণ ভিসা পেতে ইচ্ছুক মুক্তিযোদ্ধারা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ভিসা আবেদনপত্র জমা দিতে পারবেন।

যেভাবে জমা দেবেন আবেদনপত্র
ঢাকার গুলশান ভিসা আবেদন কেন্দ্র এবং ঢাকার বাইরে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, যশোর, ময়মনসিংহ ও রংপুর আইভিএসিতে সরাসরি জমা দিতে পারবেন। মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণপত্র ভিসার আবেদনের সঙ্গে জমা দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *