বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মো. নুরুজ্জামান বলেন, তিনজনকেই চিকিৎসকদের ভাষায় ‘এনাফাইল্যাকটিক শক’ জনিত কারণে হাসপাতালে ভর্তি করা হয়। খাদ্যে বিষক্রিয়ায় স্বাস্থ্য কর্মকর্তা ও সেবিকার মৃত্যু ঘটেছে কিনা সেটা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। তিনি বলেন, বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। রাত নয়টার দিকে প্রথমে সেবিকা এবং রাত দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মারা যান।
সিরাজগঞ্জের সিভিল সার্জন শেখ মনজুরের বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আকরামুজ্জামান বলেন, সোমবার কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী আলমগীর হোসেনের বাসায় খাবার খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তিনজনকেই কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থান অবনতি ঘটলে মঙ্গলবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।