সিলেট; শাহী ঈদগাহের স্কলার্সহোম স্কুলের সিড়ির নিচে বোমা তৈরীর সরঞ্জাম (আইডি) পাওয়া গেছে। সকালে স্কুল খোলার পর বোমা সদৃশ ওই আইডিটি দেখতে পাওয়া যায়।
পরে স্কুল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। এদিকে- খবর পেয়ে দুপুরের দিকে সেখানে পৌছে র্যাবের বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা।
র্যাব-৯ এর মিডিয়া উইং প্রধান এএসপি মো. ইউনূস জানিয়েছেন- স্কুলের নিচে পড়ে থাকা ওই বস্তুটি একটি এক্লুসিভ ডিভাইস বা আইডি বলে ধারনা করা হচ্ছে। উদ্ধার করতে কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
এদিকে- বেলা একটা পর্যন্ত বিদ্যালয়ের ভেতরে নিরাপদে শিক্ষার্থীদের রাখা হয়। পরে উদ্বিগ্ন অভিভাবকদের চাপের মুখে বেলা সোয়া একটার দিকে তাদের ছুটি দেওয়া হয়।