সিলেটে আগাম বন্যায় সাড়ে তিন লক্ষাধিক কৃষকের মাথায় হাত

Slider অর্থ ও বাণিজ্য কৃষি, পরিবেশ ও প্রকৃতি সামাজিক যোগাযোগ সঙ্গী সারাদেশ সিলেট

IMG_20170425_012739

হাফিজুল ইসলাম লস্কর :: সিলেট বিভাগে অসময়ে বন্যার হানায় তলিয়ে গেছে প্রান্তিক কৃষকের হাজার হাজার হেক্ট্রর কৃষি জমি। বেরো ফসল ও অন্যান্য আবাদী জমির ফসল হারিয়ে নি:স্ব কৃষকের মাথায় হাত।

ক্ষতিগ্রস্থ হয়েছেন সিলেট বিভাগের চার জেলার প্রায় সাড়ে ৩ লক্ষ কৃষক। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ কৃষকের সুনামগঞ্জ জেলায়। ১ লাখ ৭১ হাজার ৮৭০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া, সিলেটে ১ লাখ ৩ হাজার ১০৪ জন, মৌলভীবাজারে ৩০ হাজার ৮২৮ জন এবং হবিগঞ্জে ৩৫ হাজার ২১১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

কৃষি বিভাগ সুত্রে আরো জানাযায় , ২৩ এপ্রিল পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৬৭২ হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৫৭ হাজার ২৮৯ হেক্টর, সিলেট জেলায় ৩৪ হাজার ৩৭৯ হেক্টর, মৌলভীবাজার জেলায় ১০ হাজার ২৭৭ হেক্টর এবং হবিগঞ্জ জেলায় ১১ হাজার ৭৩৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ড. মামুনুর রশীদ জানান ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *