এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় খরিপ মৌসুমে উফশী আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়ে। সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এ বীজ ও সার বিতরণ করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২’শ জন কৃষকের মাঝে প্রত্যেকে ৫ কেজি আউশ ধানের বীজ ও ৪০ কেজি রাসায়নিক সার বিতরণ করেন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কাজী তামজীদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমীন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ব্রজেন্দ্রনাথ সরকার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ সরকার বক্তব্য রাখেন।