কলকাতা; ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের আক্রমণে নিহত হয়েছেন ২৪ জন সিআরপিএফ জওয়ান। আহত হয়েছেন আরও ৭ জন। ইনসপেক্টর র্যাঙ্কের অফিসারও এই দলে ছিলেন বলে এক পুলিশ আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন।
সোমবার দুপুর সাড়ে বারোটা নাগাদ মাওবাদী অধ্যুষিত সুকমা জেলার বস্তার অঞ্চলের বুরকাপল ও চিন্তাগুফার মধ্যবর্তী কালাপাথর স্থানে মাওবাদীরা অতর্কিতে সিআরপিএফ দলটির উপর আক্রমণ চালায়। ঘটনাস্থলের উদ্দেশ্যে নিকটবর্তী সিআরপিএফ ক্যাম্প থেকে অতিরিক্ত বাহিনী সংঘর্ষ মোকাবিলায় ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত ও মৃতদের উদ্ধার করতে হেলিকপ্টার পাঠানো হয়েছে । আহতদের উদ্ধার করে রায়পুর ও জগদলপুরে চিকিৎসার জন্য আনা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং এই ঘটনার পরই দিল্লি সফর কাটছাঁট করে রায়পুরে ফিরে এসেছেন। ঘটনার পর্যালোচনায় তিনি জরুরি বৈঠক ডেকেছেন। জানা গেছে, সেখানে রাস্থা তৈরির কাজ চলছিল। সেই কর্মীদের সুরক্ষা দিতেই ৭৪ ব্যাটালিয়নের সিআরপিএফ জওয়ানরা একজন ইন্সপেক্টরের নেতৃত্বে টহল দিচ্ছিল। ছত্রিশগড়ের বস্তার অঞ্চলে মাঝে মাঝেই মাওবাদী হানার ঘটনা ঘটে। এ বছরের ১১ মার্চ বস্তারে মাওবাদীদের আক্রমণে ১২ জন সিআরপিএফ জওয়ান নিহত হয়েছিলেন। এরপর অবশ্য সিআরপিএফ জওয়ানরা অভিযান চালিয়ে দান্তেওয়াড়াতে ৬ জন মাওবাদীকে হত্যা করে।