হাওর এলাকার বন্যাদুর্গতদের পুনর্বাসনে উদ্দোগ নিয়েছে সরকার। হাওর এলাকায় দুর্গত মানুষের বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য ১০০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া আজ রোববার সচিবালয়ে এক প্রেস বিফ্রিংয়ে একথা জানান।
ত্রাণমন্ত্রী বলেন, বানভাসী মানুষদের জন্য মাথাপিছু ৩০ কেজি করে চাল বিনামূল্যে সরবরাহ করা হবে। এছাড়া অন্যান্য খাদ্যশস্য কিনতে মাথাপিছু ৫০০ টাকা করে সর্বসাকুল্যে নগদ প্রায় ৫০ কোটি টাকা দেওয়া হবে।
যারা বন্যা নিয়ে রাজনীতি করছে তারা জণগণের সেবক নয় মন্তব্য করে মায়া বলেন, হাওর এলাকায় বন্যা হওয়ার পর প্রায় এক মাস পার হতে চলল। কিন্তু যারা সরকারের ত্রাণ তৎপরতার সমালোচনা করছেন তারা এখন পর্যন্ত কোন সাহায্য নিয়ে দুর্গত এলাকায় যাননি।
এ সময় দুর্গত এলাকাকে সব সমালোচনার বাইরে রেখে মানবসেবায় আত্মনিয়োগের জন্য সমালোচকদের প্রতি আহ্বান জানান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।