সড়ক পরিবহন মোটরযান আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

Slider রংপুর সামাজিক যোগাযোগ সঙ্গী

received_1881161852122309

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃসড়ক পরিবহন মোটরযান আইন বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে যৌথ মানববন্ধন কর্মসুচী পালন করেছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন।

(২৩ এপ্রিল) রবিবার জেলা শহরের পুরাতন বাসষ্ট্যান্ডে এই যৌথ মানববন্ধন কর্মসুচি পালন করে জেলা মটর শ্রমিক ইউনিয়ন ও ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়ন।

ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুল গফুঁর ভুইয়া, আতিয়ার রহমান, আসরাফ আলী বাটলা, বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, ট্রাক ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সুজন, বর্তমান সভাপতি জয়নুদ্দিন, সাধারণ সম্পাদক ভুট্টো, সাংগঠনিক সম্পাদক সোহেল, সাবেক সাধারণ সম্পাদক দুলাল সহ আরও অনেকে।

বক্তারা বলেন, মোটর চালকদের ড্রাইভিং লাইসেন্স সহজ, পূর্বের মটর আইন বহাল ও মালিক, শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন মেনে নেয়া হবে না। অবিলম্বে সড়ক পরিবহন মটরযান আইন বাতিল না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী উচ্চারণ করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *