শাকিব খান পাবনার শুটিং স্পট থেকে বিএফডিসির শিল্পী সমিতিতে শুক্রবার সন্ধ্যায় এসে হাজির হন। সেখানে তিনি শিল্পীদের নিয়ে নির্বাচনের কিছু বিষয়ে জরুরি সভা ডাকেন। তবে তার আগে এফডিসিতে গুঞ্জন ওঠে শাকিব খান আজ গ্রেপ্তার হচ্ছেন। কিন্তু কি কারণে তাকে গ্রেপ্তার করা হবে সে বিষয়ে কেউ কিছু বলতে পারছেন না। আর এফডিসিতে শুক্রবার বিকালে বেশ কিছু পুলিশ ও ডিবির গাড়ি দেখা যায়। এ ঘটনায় এফডিসিতে থাকা শিল্পীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। গতকাল শাকিব খান মানবজমিনকে বলেন, পুলিশ তো ২০ কোটি মানুষের। কারো একার না। আমিও তো ২০ কোটি মানুষের নায়ক। কে বা কারা এসব করছে জানি না। খোঁজ করা প্রয়োজন। আর আমাকে গ্রেপ্তার করবে কোন অপরাধে! আমি তো শিল্পী সমিতিতে নির্বাচন বিষয়ে শিল্পীদের নিয়ে জরুরি সভা ডেকেছিলাম। বেশকিছু পুলিশ ও ডিবির অফিসারকে এফডিসিতে দেখা গেছে। কিন্তু কি কারণে তারা এসেছিলেন জানি না। শিল্পী সমিতির সংবিধান অনুযায়ী নির্বাচন কোনো বিশেষ কারণে এগুতে বা পেছাতে পারে। তবে এমন কোনো ঘটনা হয়নি এখানে যে পুলিশ বা ডিবির প্রয়োজন ছিল। তবে এ ঘটনায় শিল্পী সমিতির নির্বাচনের অনেক প্রার্থী ও ভোটার বেশ আতঙ্কিত। অনেক ভোটার শুক্রবার বিকালে এফডিসির গেটে রিকশা নিয়ে ঢুকতেও পারেননি। অনেকে এ ঘটনা জেনে আতঙ্কিত হয়ে ফিরেও গেছেন। নির্বাচনের আগে এমন পরিবেশ কারো কাম্য নয় বলে জানিয়েছেন শিল্পী সমিতির সহসভাপতি ওমর সানী। তিনি বলেন, অনেক প্রার্থী এখন ভীত। এমন পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনের দিন হয়তো অনেকে ভোটও দিতে আসবেন না। এর আগেও নির্বাচন হয়েছে তবে এমন ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়নি। এটা আমরা কোনো শিল্পীই চাই না। এদিকে কার ইশারায় বা নির্দেশে এফডিসিতে পুলিশ টহল দিয়েছে তা এখনো জানা যায়নি। বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ বলেন, আমি শুক্রবার দুপুর পর্যন্ত এফডিসিতে ছিলাম। এরপর বাসায় চলে যাই। আমি না থাকায় এ ঘটনা সম্পর্কে জানি না। শিল্পীদের মধ্য থেকে কেউই পুলিশ ডেকেছিল কি-না তাও জানি না। আমি বিষয়টির খোঁজ খবর নিচ্ছি। এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, শাকিব খানকে পরিচালক সমিতির উকিল নোটিশ পাঠানো প্রসঙ্গ এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এই সংবাদ পেয়েই আমরা এফডিসিতে যাই। তবে পরে সেরকম কোনো ঘটনা ঘটেনি। উল্লেখ্য, আসছে ৫ই মে শিল্পী সমিতির নির্বাচন। সুষ্ঠু শান্তিপূর্ণভাবে এফডিসিতে ভোট দিতে আসতে চান চলচ্চিত্রের শিল্পীরা। এর আগে কোনো অপ্রীতিকর ঘটনা কারো কাম্য না। এদিকে শিল্পী সমিতির সভাপতি শাকিব খানকে উকিল নোটিশ পাঠাতে চেয়েছিল পরিচালক সমিতি। বিষয়টি নিয়ে শাকিব শুক্রবার শিল্পী সমিতির রুমে জরুরি সভা করেন। তবে পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার দেশের বাইরে থাকার কারণে উকিল নোটিশ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া এখনো হয়নি বলে জানিয়েছেন শাকিব খান।