এম আরমান খান জয়,গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেছেন সাংবাদিক ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। শুক্রবার প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরীর নেতৃত্বে সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেওয়ান মোঃ হানজালর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা শ্রদ্ধা দিবেদন করেন।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর সাথে বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ ফেড়ারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, জাতীয় প্রেসক্লাবের সহ সভাপতি ও বাসসের সাবেক এমডি আজিজুল ইসলাম ভুইয়া, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
অপরদিকে জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করে শ্রদ্ধা জানান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার দেওয়ান মোঃ হানজালার নেতৃত্বে অন্যান্য কর্মকর্তারা।
এ সময় তাঁর সাথে ছিলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ সাদেকুর রহমান, নির্বাহী প্রকৌশলী মীর মোয়াজ্জেম হোসেন, গোপালগঞ্জ জোনের নির্বাহী প্রকৌশলী মোঃ তারেক আনোয়ার জাহেদী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশল সমিতির সভাপতি মোঃ আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।