ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তার ৯১ তম জন্মদিন পালন করেছেন। শুক্রবার সাদামাটাভাবে তিনি জন্মদিন পালন করেন। লন্ডনের হাইড পার্কে তাকে স্যালুট জানায় আর্টিলারি বাহিনী। তিনিই বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক এবং সিংহাসনে থাকা রানী। খবর রয়টার্সের।
রানী এলিজাবেথ তার জন্মদিন ব্যক্তিগতভাবে পালন করলেও টাওয়ার অব লন্ডনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দ্বিতীয় এলিজাবেথ ১৯২৬ সালের ২১ এপ্রিল সেন্ট্রাল লন্ডনের ব্রুটন স্ট্রিটে জন্মগ্রহণ করেন। ওই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কেলভিন কুলিজ এবং সোভিয়েত ইউনিয়নে সবেমাত্র ক্ষমতায় বসেন জোসেফ স্টালিন। ১৯৫২ সালে মাত্র ২৫ বছর বয়সে সিংহাসনে বসেন দ্বিতীয় এলিজাবেথ। বয়স বেশি হলেও রানী এখনো তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন। জরিপে দেখা যায়, তিনি এখনো ব্রিটিশদের কাছে বেশ জনপ্রিয়।