লালমনিরহাটের হাতিবান্ধায় ট্রেনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Slider নারী ও শিশু রংপুর সামাজিক যোগাযোগ সঙ্গী

images

 

 

 

 

 

 এম এ কাহার বকুল; লালমনিরহাট প্রতিনিধিঃ, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় স্বামীর নির্যাতন আর শ্বাশুড়ীর অত্যাচার সইতে না পেয়ে ট্রেন আসার সময় রেললাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন সাবিনা ইয়াসমিন (২০) নামের এক নববধূ। শুক্রবার জুম্মার নামাজের সময় উপজেলার ডাউয়াবারী ইউনিয়নের পুর্ব বিছনদই ৭ নং ওয়ার্ডের রেললাইনে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত্যু সাবিনা ঐ এলাকার আব্দুস সালামের ছেলে মমিনুর ইসলাম (২৫) এর স্ত্রী এবং পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের রবির গোরের এলাকার শাহাজাহান আলীর মেয়ে বলে জানা গেছে। ৩ মাস আগে বিয়ের হয় মমিনুরের সাথে সাবিনার। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে স্বামী মমিনুর ইসলাম পারিবারিক কলহে সাবিনাকে মারধর করে বাড়ি থেকে বের হয়ে যান। এ নিয়ে শ্বাশুড়ী মনোয়ারা বেগম সাবিনাকে অনেক গালমন্দ করেন। স্বামীর নির্যাতন আর শ্বাশুড়ীর অত্যাচার সইতে না পেরে জুম্মার নামাজের সময় বাড়ি থেকে বের হয়ে যায় সাবিনা। এসময় বুড়িমারী হতে লালমনিরহাট গামী করতোয়া ট্রেনটি যাবার সময় রেললাইনে ঝাঁপিয়ে পড়ে সে। এতে তার শরীর কেটে ৩ টুকরো হয়ে যায়। ঐ ওয়ার্ডের ইউপি সদস্য নুর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ডাউয়াবাড়ী ইউপি চেয়ারম্যান রেজ্জাকুল ইসলাম কায়েদ বলেন, লালমনিরহাট রেলওয়ে পুলিশ লাশ প্যাকেটিং করার সময় আমি ঘটনা স্থলেই ছিলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *