নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দলপুর-শাহাজাদপুর গ্যাসক্ষেত্রের ২নং কূপ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়েছে। গতকাল দুপুরে কূপটি উদ্বোধন করা হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাপেক্স এটি পরিচালনা করছে। বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী নওশাদ ইসলাম গণমাধ্যমকে বলেন, এটি একটি বৃহৎ গ্যাস ফিল্ড। এটি বাপেক্সের একটি সফল বাণিজ্যিক গ্যাস ফিল্ডের সন্ধান।পর্যাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষণ শেষে নিশ্চিত করে বলা যাবে এখানে কি পরিমাণ গ্যাস মজুদ আছে।
সুন্দলপুর-শাহাজাদপুর-২ প্রকল্প পরিচালক মো আলমগীর হোসেন জানান, ২০০৪ সালের অক্টোবর মাসে কোম্পানীগঞ্জ উপজেলার শাহাজাদপুরে পাঁচ একর জমি অধিগ্রহণ করে প্রকল্পের কাজ শুরু হয়। তিন হাজার ২৩৫ মিটার গভীরে ড্রিল করে গ্যাসের সন্ধান পাওয়া যায়। ৬২ কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে বাপেক্স নিজস্ব প্রযুক্তিতে এই কাজ করেছে। বিবি/০২