মাসুদ পারভেজ (কাপাসিয়া প্রতিনিধি) একযুগ আগে কাচা রাস্তা থেকে পাকা রাস্তা উন্নত হয় মিয়ার বাজার টু তরুন সড়ক টি কিন্তু খুব নিন্মমানের মাল দিয়ে রাস্তাটি তৈরি করার ফলে রাস্তার বিভিন্ন অংশে বেশ বড় বড় গর্ত তৈরি হয় একটু বৃষ্টি হলে রাস্তার মাঝে পানি জমে থাকে। আর এই রাস্তার পাশে ই আছে একটি উচ্চ বিদ্যালয় ও আরেকটি সরকারি প্রাইমারী স্কুল আর বিভিন্ন জায়গায় রাস্তা নষ্ট হবার ফলে রাস্তার পাশে বিদ্যালয় আসতে ছাত্র ছাত্রী দের নানা রকম সমস্যা হয়। বিদ্যালয়ের ১০ শ্রেণীর এক জন ছাত্র মাহিন গ্রাম বাংলা নিউজ কে বলেন রাস্তার গর্তের ভিতর পা পিচলে পরে যায় তাতে তার পা মজকে যায়।সে আরো বলেন ভাই আপ্নারা একটু লেখা লেখি করে আমাদের এই রাস্তাটা মেরামতের বেবস্থা করে দেন তাহলে আমরা বিদ্যালয়ের ছাত্র ছাত্রী রা ঠিক মত আসতে পারব।