প্রাণ কনফেকশনারির জনপ্রিয় পণ্য ‘এটম গাম’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের স্পিড স্টার তাসকিন আহমেদ। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখন এ পণ্যের প্রচার কার্যক্রমে দেখা যাবে এই ক্রিকেটারকে।
রাজধানীর সিক্স সিজন হোটেলে আগামী ২২ এপ্রিল (শনিবার) বিকেল ৪.৩০ মিনিটে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ সময় তাসকিন আহমেদসহ প্রাণ কনফেকশনারির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেটের একটি জনপ্রিয় নাম। আর প্রাণ কনফেকশনারির জনপ্রিয় পণ্য ‘এটম গাম’ এবার টাইগার এই বোলারের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চায়।