স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোরাবালির ওপর দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, প্রধানমন্ত্রী রাজনীতিকে ভয়াবহ জায়গায় নিয়ে গেছেন। তিনি যে স্থানে দাঁড়িয়ে আছেন সে স্থানটি ভাল নয়। তার পায়ের তলায় মাটি নেই। তিনি চোরাবালির ওপর দাঁড়িয়ে আছেন। আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৭ই নভেম্বর উপলক্ষে মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, এখান থেকে সরে না এলে পরিণতি শুভ হবে না। দয়া করে নিজেদের ও দলের সমূহ বিপদ ডেকে আনবেন না। জনমতকে সামনে রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।
শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পৃথিবীর সব দেশ, বাংলাদেশের সব রাজনৈতিক দল ও দেশের শতকরা ৯০ ভাগ মানুষ কি অর্বাচীন? আওয়ামী লীগ সভানেত্রী রোববার পার্লামেন্টে বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে যারা কথা বলেন, তারা নাকি অর্বাচীন। আমি জানি না, অর্বাচীন শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয় কিনা। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গোটা পৃথিবীর কাছে ৫ই জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তারা আলোচনার মাধ্যমে আরেকটি নির্বাচন করতে বলছেন। তাহলে এরা কি সবাই অর্বাচীন? তিনি বলেন, আমরা জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, রোমানিয়ার চসেস্কু, পানামার নুরিয়েগাকে দেখেছি এমনকি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব ও ইয়াইহাকে দেখেছি আর বাংলাদেশের এরশাদকেও দেখেছি। এরা কেউ টিকে থাকতে পারেনি। জনগণের ওপর স্টিমরোলার চালিয়েও নিজেদের পতন তারা ঠেকাতে পারেনি। শেখ হাসিনাও দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেটের মেয়রকে আসামি করার নিন্দা জানিয়ে মির্জা আলমগীর বলেন, হীন রাজনৈতিক উদ্দেশে নির্বাচিত প্রতিনিধিদের মামলা দিয়ে আটকে দিয়ে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়। মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, বিলকিস ইসলাম, সুলতানা আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোরাবালির ওপর দাঁড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, প্রধানমন্ত্রী রাজনীতিকে ভয়াবহ জায়গায় নিয়ে গেছেন। তিনি যে স্থানে দাঁড়িয়ে আছেন সে স্থানটি ভাল নয়। তার পায়ের তলায় মাটি নেই। তিনি চোরাবালির ওপর দাঁড়িয়ে আছেন। আজ বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ৭ই নভেম্বর উপলক্ষে মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। মির্জা আলমগীর বলেন, এখান থেকে সরে না এলে পরিণতি শুভ হবে না। দয়া করে নিজেদের ও দলের সমূহ বিপদ ডেকে আনবেন না। জনমতকে সামনে রেখে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।
শেখ হাসিনার উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, পৃথিবীর সব দেশ, বাংলাদেশের সব রাজনৈতিক দল ও দেশের শতকরা ৯০ ভাগ মানুষ কি অর্বাচীন? আওয়ামী লীগ সভানেত্রী রোববার পার্লামেন্টে বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচন নিয়ে যারা কথা বলেন, তারা নাকি অর্বাচীন। আমি জানি না, অর্বাচীন শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয় কিনা। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গোটা পৃথিবীর কাছে ৫ই জানুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। তারা আলোচনার মাধ্যমে আরেকটি নির্বাচন করতে বলছেন। তাহলে এরা কি সবাই অর্বাচীন? তিনি বলেন, আমরা জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, রোমানিয়ার চসেস্কু, পানামার নুরিয়েগাকে দেখেছি এমনকি পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব ও ইয়াইহাকে দেখেছি আর বাংলাদেশের এরশাদকেও দেখেছি। এরা কেউ টিকে থাকতে পারেনি। জনগণের ওপর স্টিমরোলার চালিয়েও নিজেদের পতন তারা ঠেকাতে পারেনি। শেখ হাসিনাও দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে সিলেটের মেয়রকে আসামি করার নিন্দা জানিয়ে মির্জা আলমগীর বলেন, হীন রাজনৈতিক উদ্দেশে নির্বাচিত প্রতিনিধিদের মামলা দিয়ে আটকে দিয়ে সরকার একদলীয় শাসন কায়েম করতে চায়। মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের নেত্রী শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, বিলকিস ইসলাম, সুলতানা আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।