ঢাকা: গ্রামবাংলানিউজ পরিবারের সকলকে বিনয়ের সঙ্গে জানানো যাচ্ছে যে, কোন সংবাদ ই-মেইল ছাড়া পাঠাবেন না। সংবাদ নিজের মেইল আইডি বা ফেইসবুক আইডি থেকে নির্ধারিত ই-মেইলে বা সাময়িক কোন সমস্যা থাকলে গ্রামবাংলানিউজের ফেইসবুক ম্যাসেঞ্জারে পাঠাবেন। কোন ক্রমেই কোন সংবাদ সম্পাদকের অনুমতি ছাড়া তার ব্যাক্তিগত মেইলে বা ফেইসবুক ম্যাসেঞ্জারে দেয়া যাবে না।
এ ছাড়া যে কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান একই পদ্ধতি লেখা পাঠাবেন। নিয়োগকৃত প্রতিনিধি ছাড়া যে কোন উপজেলা, জেলা, মহানগর ও গুরুত্বপূর্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের যে কোন সংবাদ পাঠানোর আগে বায়োডাটা পাঠাতে হবে। যে কোন শিক্ষার্থীও তাদের লেখা পাঠাতে পারেন। কবিতা, গল্প, রম্য রচনা ও নিয়মিত পাঠদান তো থাকছেই।
সংশ্লিষ্ট স্থানে প্রতিনিধি থাকলে অতিথি কলাম বা অন্য কোন বিভাগে শ্রেনী বিভাগ করে লেখা প্রকাশ করা হবে যদি প্রকাশের যোগ্য লেখা থাকে।
সংবাদ পাঠানোর ঠিকানা
ও ফেইসবুক লিংক
https://web.facebook.com/profile.php?id=100008424512148
আদেশ ক্রমে
এডিটর ইনচীফ