সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এ তিনটি চরিত্রে দেখা যাবে প্রভাসকে?

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

image

 

 

 

 

আর মাত্র ১০ দিনের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাবে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’। এই ছবির সবচেয়ে বড় আকর্ষণ নাকি হতে চলেছেন প্রভাস। সূত্রের খবর, এ ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে তাঁকে! যদিও এ নিয়ে এখনও মুখ খোলেনি টিম ‘বাহুবলী’।

ইন্ডাস্ট্রির জল্পনা, অমরেন্দ্র বাহুবলী এবং তাঁর ছেলে মহেন্দ্রর চরিত্রে রয়েছেন প্রভাস। একইসঙ্গে অমরেন্দ্রর বাবার চরিত্রেও নাকি দেখা যাবে এই অভিনেতাকে। ‘বাহুবলী দ্য বিগিনিং’ বক্স অফিসে আয় করেছিল ১০০ কোটি টাকা। তারই সিক্যুয়েল এই ছবিটির বাজেট ২৫০ কোটি টাকা। সূত্রের খবর, ইতিমধ্যেই ছবি মুক্তির আগেই নাকি স্যাটেলাইট ও ডিস্ট্রিবিউশন রাইটস্ থেকে ৫০০ কোটি টাকা আয় করেছে ছবিটি।

পরিচালক এস এস রাজামৌলি জানিয়েছেন, ‘বাহুবলী দ্য বিগিনিং’ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই শুরু হবে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এর জার্নি। প্রভাস ছাড়াও রানা ডগ্গুবতী, অনুষ্কা শেট্টি, রাম্যা কৃষ্ণন, তামান্নার অভিনয় সমৃদ্ধ করেছে ছবিটিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *