গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত

Slider গ্রাম বাংলা

10917893_1586310234843177_2785436532876773338_n

 

 

 

 

 
গাজীপুর: গাজীপুর সদরে ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। সম্পর্কে তারা মা-মেয়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানালেও পুলিশ পরিচয় নিশ্চিত করতে পারেনি।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-রাজশাহী রেলরুটের জয়দেবপুর-মৌচাক ষ্টেশনের তিতাস গ্যাস রেল ক্রসিং-এ ওই ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী ও রেলওয়ে সূত্র জানায়, ঢাকাগামী আন্ত:নগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর ষ্টেশনে প্রবেশের সময় আউটার সিগনালের কাছে তিতাস গ্যাস রেলক্রসিং অতিক্রম করার সময় ওই দুই নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যায়।

সূত্র জানায়, ট্রেনটি ক্রসিং অতিক্রম করার সময় পথচারী একজন নারীর সেন্ডেল স্লিপারে আটকে যায়। ওই সেন্ডেল আনতে গিয়ে ট্রেনের নীচে পড়ে যায় ওই নারী। তাকে রক্ষা করতে গিয়ে আরেক নারীও ট্রেনে কাটা পড়ে। স্থানীয়রা বলছেন, মেয়েকে বাঁচাতে গিয়ে মাও মারা গেছেন।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ, সহকারী- উপ-পরিদর্শক(এএসআই) দাদন মিয়া জানান, তিতাস ক্রসিং-এ দুই জন নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তাদের পরিচয় জানা যায়নি। লাশ উদ্ধারের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে মামলা করা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *