ঢাকা; বাস্তবতার কারণে পরিবহন সংকট দূর করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অভিযানের কারণে যেসব গাড়ি রাস্তায় নামছে না তাদের জোর করে নামানো সম্ভব নয়। বাস্তব কারণে এটা সম্ভব হচ্ছে না। গাড়ির মালিকরা সামান্য কেউ নন, তারা প্রভাবশালী। ভোগান্তি দূর করতে বিআরটিএ চেয়ারম্যানকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি। ওবায়দুল কাদের জানান, বিআরটিএ চেয়ারম্যান মালিকপক্ষের সঙ্গে আগামীকাল বৈঠকে বসবেন। মালিকদের সঙ্গে বসে তিনি পুরো বিষয়টি আবার রিভিউ করে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণ করবেন।