হজ নিবন্ধনের সময়সীমা ২৩ এপ্রিল পর্যন্ত বেড়েছে

Slider জাতীয়

61845_haj2

 

ঢাকা; হজ নিবন্ধনের সময়সীমা ২৩ শে এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে ধর্ম মন্ত্রণালয়। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার নিবন্ধনের শেষ দিনে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বৈঠকে এ সিদ্ধান্ত  নেয়া হয়।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব) নেতাদের যৌথ বৈঠকে নিবন্ধন নিয়ে সৃষ্ট জটিলতার সমাধানে এক সপ্তাহ সময় বাড়ানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সন্ধ্যায় এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১৭ হাজার ১৯৮ জন হজ্জে যেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *