মো. পলাশ প্রধান, টঙ্গী; গাজীপুরের টঙ্গী থানা পুলিশ আজ সোমবার পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করেন। পুলিশ জানান, সকাল সাড়ে ৭টার দিকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ্ মাস্টার উড়াল সেতুর উপরে ঢাকা-সিলেট সড়ক পার হবার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় হোছনেয়ারা বেগম (৪৫) নামের এক মহিলার নিহত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসআই (উপ-পরিদর্শক) মো. সিদ্দিকুর রহমান নিহতের লাশ উদ্ধার করেন।
অপরদিকে, গত রবিবার রাত সাড়ে ১২টার দিকে মরকুন এলাকা থেকে এস.কে মুন্না হাসান (২৪) নামে একজনের ঝুলন্ত লাশ উদ্ধার করেন এসআই (উপ-পরিদর্শক) নিতাই চন্দ্র দাস। তাছাড়াও, রবিবার রাত ২টার দিকে টঙ্গীর মিলগেট এলাকায় বাসের ধাক্কায় ভ্যান চালক জবরুল ইসলাম (৩৫) নিহত হয়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ এসআই (উপ-পরিদর্শক) অজয় কুমার বাবু নিহতের লাশ উদ্ধার করেন।
এবিষয়ে টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার বিষয়টি নিশ্চিত করেন বলেন, পৃথক ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।