আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপি ও তাদের নেত্রী খালেদা জিয়া চান শেখ হাসিনার হাত দিয়ে তিস্তা চুক্তি না হোক। এজন্য যত রকম ষড়যন্ত্র করা যায় তা তারা করছে। এটা তাদের অন্যতম একটি মতলব।
ওবায়দুল কাদের বলেন, তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির বিষয়ে বিএনপি অতীতেও বিরোধিতা করেছে। এখনও করছে এবং ভবিষ্যতেও করবে। এ নিয়ে বলার কিছু নেই। আমরা আমাদের কাজ করে যাব। বর্তমান সরকারের অধীনেই ভারতের সঙ্গে তিস্তাসহ অমীমাংসিত সব চুক্তি হবে।
তিনি বলেন, ১৯৭১ সালে মুজিবনগরে সরকার গঠন করে আমরা শপথ নিয়েছিলাম দেশকে শত্রুমুক্ত করব। পাকিস্তানি হানাদার বাহিনীকে মোকাবিলা করে বাঙালি বিজয় ছিনিয়ে এনেছে। বঙ্গবন্ধুকে হত্যা করার পর দীর্ঘ একুশ বছর এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। স্বাধীনতাবিরোধী দেশীয় শত্রুরা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত।