ভুয়া অ্যাকাউন্ট বন্ধ করছে ফেসবুক: প্রতিমন্ত্রী

Slider গ্রাম বাংলা বাংলার মুখোমুখি সারাদেশ

th

 

ঢাকা; সরকারের অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশের ভুয়া পেইজ ও অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ফেসবুক।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গতকাল সচিবালয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের পাওয়া বিভিন্ন ফেইক আইডিগুলো আমরা পাঠিয়ে দিয়েছি, ওগুলো বন্ধের কাজ চলছে। তারা ( ফেসবুক) নিজ উদ্যোগেও কিছু করছে। আমরা যেগুলো পাঠিয়েছি সেগুলো শুধু ভিআইপিদের। ওই তালিকায় থাকা আইডির সংখ্যা নির্দিষ্ট করে না বললেও তা ‘অনেক’ বলে জানান তারানা হালিম। তারপরও আমরা বলেছি অন্য ফেইক আইডিগুলোও দেখতে হবে। দেশের ভিআইপি ও সংসদ সদস্যদের নামে খোলা ভুয়া ‘ফেসবুক পেইজগুলো’ শিগগিরই বন্ধ করে দেয়া হবে বলে গত ১০ই এপ্রিল সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন প্রতিমন্ত্রী। সংসদ সদস্য ও ভিআইপিদের পেইজগুলো ‘ভেরিফায়েড’ হয়ে গেলে তাদের নামে থাকা অন্য পেইজগুলো ‘ভুয়া হিসেবে’ চিহ্নিত হবে বলে সে সময় জানান তিনি। ৩০শে মার্চ সিঙ্গাপুরে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের একটি প্রতিনিধি দল বৈঠক করে। এদিকে নারীর প্রতি সহিংসতা রোধ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি নিতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। তারানা হালিম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বা ভিডিও’র মাধ্যমে যে সহিংসতা হয়, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য ফেসবুক, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিভিন্ন নারী সংগঠনের সঙ্গে একটি দৃশ্যমান কর্মসূচি গ্রহণ করবে। ফেসবুক কর্তৃপক্ষ যে সচেতনতার আন্দোলনে যুক্ত হচ্ছে সেটি খুব দৃশ্যমান হবে। বাংলাদেশে বর্তমানে আড়াই কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *