দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন আগামী ২ মে (মঙ্গলবার) বসছে। ওইদিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন শুরু হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এ অধিবেশন কতদিন চলবে তা কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে। অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় ওই কমিটির বৈঠক হওয়ার কথা।
এর আগে সংসদের ১৪তম অধিবেশন ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।