সাম্প্রতিক সময়ে সাফল্য পাওয়া ক্রীড়াবিদদের আজ সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় গণভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানে ৩৩৯ জন ক্রীড়াবিদের হাতে এক লাখ টাকা করে তুলে দেবেন প্রধানমন্ত্রী। কর্মকর্তারা পাবেন শুভেচ্ছা স্মারক। থাকছে নৈশভোজ।
এ অনুষ্ঠানে সাউথ এশিয়ান (এসএ) গেমসে স্বর্ণজয়ী তিন ক্রীড়াবিদের হাতে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত উপহার ফ্ল্যাটের চাবিও তুলে দেয়া হবে। অতীতে কোনো সরকারপ্রধান এভাবে এত ক্রীড়াবিদকে একসঙ্গে সংবর্ধনা প্রদান করেননি। প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে নজিরবিহীন উল্লেখ করে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ বলেছেন, ‘প্রধানমন্ত্রীর এ উদ্যোগ দেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে আরো ভালো করতে উৎসাহ জোগাবে।’
সংবর্ধনার পাশাপাশি খেলোয়াড়দের অর্থ পুরস্কার দিচ্ছেন প্রধানমন্ত্রী? ‘অর্থ পুরস্কারের ক্ষেত্রে কোনো বেশি-কম নেই। সব খেলা মিলে প্রধানমন্ত্রী ৩৩৯ জনের প্রত্যেককে এক লাখ টাকার চেক প্রদান করবেন’- জানিয়েছেন হারুনুর রশিদ। এর বাইরে বাংলাদেশ হকি ফেডারেশনকে এক কোটি, বাংলাদেশ সাঁতার ফেডারেশনকে এক কোটি ও এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে ১০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সঙ্গে আছে ক্রিকেট দলের পুরস্কার।
বিসিবি সভাপতির প্রতিশ্রুত এসব অর্থও আজ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।