কালবৈশাখী ঝড়

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি সামাজিক যোগাযোগ সঙ্গী সিলেট

IMG_20170416_135357

সিলেট প্রতিনিধি :: সিলেট নগরীসহ বিভিন্ন উপজেলায় শনিবার রাতে কালবৈশাখী ঝড় আঘাত হানে। শনিবার রাত ৮টার দিকে প্রথমে ঘূর্ণিঝড় ও পরে প্রচুর বৃষ্টিপাত হয়।

দেশ জুড়ে বয়ে চলা তাপ প্রবাহের পর কালবৈশাখীসহ বৃষ্টির আভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদফতর।

গত ১০ এপ্রিল থেকে দেশের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শনিবারও ঢাকাসহ বিভিন্ন স্থানে ছিল তাপপ্রবাহ।

শনিবার বিকেল থেকে তাপমাত্রা কমতে থাকে। রাত সাড়ে ৮টার দিকে প্রথমে ঘুর্ণিঝড় এবং পরে প্রচুর বৃষ্টিপাতও হয়। নগরীর ব্যবসায়ীরা যখন দোকানপাট বন্ধ করে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তখনই ঘূর্ণিঝড় এবং বৃষ্টিপাত নামে। এ কারণেই অনেকেই দোকানের মধ্যে কিংবা শপিং মলে আটকা পড়েন।

রাত ১০টার পর থেকে বৃষ্টিপাতের মাত্রা কিছুটা কমায় লোকজন বাসা-বাড়িতে ফিরতে শুরু করেন। এদিকে, ঘূর্ণিঝড়ের কারণে অনেক স্থানে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। অবশ্য, রাত ১২ টার পর অনেক স্থানে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হতে থাকে এবং উপশহর এলাকায় ভোর রাতে বিদ্যুৎ আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *