ঢাকা : রাজধানীতে ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও গুলিসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।
গ্রেফতারকৃতের নাম-এস.এম শফিকুর রহমান (৪৫)। এ সময় তার হেফাজত থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হেরোইন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
১৫ এপ্রিল’১৭ রাত ০৯.৩৫ টায় ফেইক কারেন্সী নোট টিম কলাবাগান থানার পশ্চিম পান্থপথ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শফিকুর রহমানের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরা গ্রামে । বর্তমানে তার বাসা চট্টগ্রামের খুলশী থানা এলাকায়।
সে একজন পেশাদার মাদক ও অস্ত্র ব্যবসায়ী বলে সিটি সূত্রে জানা যায়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে কলাবাগান থানায় মামলা রুজু হয়েছে।