স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহে শিক্ষকেরা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকদের বৈশাখী ভাতার দাবীতে কাল ব্যাজ ধারন করে ১ লা বৈশাখের অনুষ্ঠান পালন করতে দেখা যায়। এর কারন জানতে চাওয়া হলে বাংলাদেশ শিক্ষক সমিতি ঝিনাইদহ জেলার সভাপতি মহিউদ্দিন জানান, গত ২৯ শে মার্চ সকাল ১০ টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে ঘোষণা করা হয় যে বিক্ষিপ্ত ভাবে শিক্ষা প্রতিষ্ঠান জাতিয় করন না কে শিক্ষাব্যবস্থা কে জাতীয় করন করতে হবে।জাতীয় শিক্ষা নীতি ২০১০ দ্রুত বাস্তবায়ন করতে হবে।
সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের ৫% বার্ষিক বেতন বৃদ্ধি, বাংলা নববর্ষ ভাতা, বাড়ি ভাড়া পুনাঙ্গ উৎসব ও চিকিৎসা ভাতা দিতে হবে। জাতি সংঘের “ইউনেস্কো ও আই এলও” সুপারিশের আলোকে শিক্ষা খাতে জিডিপির ৬% বরাদ্দ রাখতে হবে। সকল নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত করতে হবে। অবসর কালের ৬ মাসের মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের টাকা প্রদান করতে হবে। এই দাবী ১৪ এপ্রিলের পূর্বে পূরণ না হলে ১৪ এপ্রিল কাল ব্যাজ ধারন করে বৈশাখী পালন করে ঝিনাইদহ জেলা শিক্ষক সমিতি।