রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নিজেকে বাথরুমে বন্ধ রেখে কেঁদে ফেলেন শাহরুখ!

Slider বিনোদন ও মিডিয়া সামাজিক যোগাযোগ সঙ্গী

 

image

 

 

 

 

 

 

দীর্ঘ কেরিয়ারে অনেক মজার ঘটনা রয়েছে শাহরুখ খানের। রয়েছে অনেক অজানা কাহিনি। মাঝেমধ্যে তা ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন বলিউড বাদশা। তেমনই একটা হল শাহরুখের নিজেকে বাথরুমে বন্ধ করে রেখে কাঁদার গল্প।

বিষয়টা ঠিক কী? সম্প্রতি সান ফ্রান্সিসকোর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন নায়ক। সেখানে মার্কিন পরিচালক ব্রেট র‌্যাটনারের সঙ্গে কথোপকথনের ফাঁকে শাহরুখ জানান, একটি বিশেষ সময় তিনি নিজেকে বাথরুমে বন্ধ করে রাখেন। আসলে যখনই শাহরুখের কোনও ছবির বক্স অফিসে সাফল্য অধরা থাকে তখনই নিজেকে বাথরুমে বন্দি রেখে কেঁদে ফেলেন শাহরুখ।

আবার সাফল্য এলেও তা নিয়ে মোটেই মাতামাতি করতে রাজি নন তিনি। কারণ সাফল্য বা ব্যর্থতা দুটোই খুব ক্ষণস্থায়ী। তাই তাঁর মতে, বাস্তববাদী হওয়াটাই সবথেকে ভাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *