আইপিএল খবর : সুনীল নারাইনকে ওপেন করতে দেখে অবাক হননি। নাইট রাইডার্স শনিবারের ম্যাচে যদি আরও চমক দেয় তা হলে তাঁদের কাছে জবাব দেওয়ার পরিকল্পনাও যে তৈরি, জানিয়ে দিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
ঘরের মাঠে টানা দুটো জয়ের পর প্রথম হারতে হয়েছে অ্যাওয়ে ম্যাচে। মুম্বইয়ের বিরুদ্ধে। তবে গত বুধবারের সেই ধাক্কা কাটিয়ে উঠে ফের ছন্দে ফিরতে শনিবারের কেকেআর ম্যাচকেই যে নিশানা করছেন তাঁরা, স্পষ্ট করে দিলেন ওয়ার্নার।
‘‘ইডেনের উইকেটটা দেখেছি। বল আরও দ্রুত ব্যাটে আসছে। আমরা ঘরের মাঠে দুটো জয়ের পর মুম্বইয়ের কাছে হারের ধাক্কা কাটিয়ে ফের ছন্দে আসতে চাই। তার জন্য শুধু বোলিং নয়, ব্যাটিংয়েও ভারসাম্য রাখতে হবে,’’ শুক্রবার রাজারহাটে ফ্যানাটিক ক্রীড়া মিউজিয়ামে নিজের ব্যবহৃত ব্যাট আর গ্লাভস দেওয়ার অনুষ্ঠানে এসে বলেন ওয়ার্নার। সঙ্গে নারাইনকে কিংগস ইলেভেন পঞ্জাব ম্যাচে ওপেনিংয়ে নামানোর চমক নিয়ে বলেন, ‘‘নারাইনকে আগেও দেখেছি বিগ ব্যাশে ওপেন করতে। তাই ব্যাপারটা আমার কাছে নতুন নয়। কেকেআর যদি ফের নারাইনকে ওপেনিংয়ে নামায় বা আরও চমক দেয় তার জন্য আমরা তৈরি।’’
ফর্মে থাকা কেকেআর ক্যাপ্টেন গৌতম গম্ভীর, মণীশ পাণ্ড্যদের বিরুদ্ধে সানরাইজার্সের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমান। বাঁ-হাতি তারকা পেসারের পয়লা বৈশাখ পরিবারের সঙ্গে কাটানো হয়নি গত কয়েক বছর। এ বারও কাটানো হবে না। কলকাতায় আইপিএল ম্যাচ রয়েছে বলে। তাই নাইটদের বিরুদ্ধে টিমকে জিতিয়ে কি এ বার পয়লা বৈশাখের প্রথম উপহারটা তাঁর টিমকেই দিতে চান?
নজরে: ইডেনে প্রস্তুতি চলল যুবরাজের।
বাইপাসের পাশে পাঁচতারা হোটেলে সাংবাদিকদের বাংলাদেশের তারকা পেসার বললেন, ‘‘দেখুন এখনও জানি না টিমে আমি থাকব কি না। তবে টিমে থাকলে চেষ্টা করব নিজের সেরাটা দেওয়ার। সব সময়ই সেই চেষ্টা থাকে।’’
ইডেনের পিচের যা চরিত্র থাকে আইপিএলে, এ বার তা বদলেছে। পেসাররা সাহায্য পেতে পারেন এই পিচ থেকে। বৃহস্পতিবারের ম্যাচেও কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের পেসার উমেশ যাদব চারটি উইকেট তুলে নিয়ে একাই পঞ্জাবের ইনিংসে ধস নামিয়ে দিয়েছিলেন। মুস্তাফিজুরও তাঁর বিখ্যাত ‘কাটার’ অস্ত্রে আগুন ঝরাতে পারবেন শনিবার?
চোট সারিয়ে মাঠে ফেরার পরে প্রথম ম্যাচে উইকেট না পেলেও নাইটদের বিরুদ্ধে আত্মবিশ্বাসী মুস্তাফিজুর বলে দিলেন, ‘‘কাটার অনেকটা পিচের উপর নির্ভর করে। যদি উইকেট শুকনো থাকে তা হলে সুবিধে হয়। শনিবার ম্যাচটা দিনে (বিকেল ৪টে থেকে)। আশা করছি এই ম্যাচে তাই কাটারটা ঠিকঠাক পড়বে।’’
মুম্বই ম্যাচে এ বারে আইপিএলে প্রথম নেমে উইকেট পাননি মুস্তাফিজ। কোথায় সমস্যা ছিল? ‘‘যে জায়গায় বলটা ফেলতে চাইছিলাম সেটা হচ্ছিল না। পারছিলাম না। তবে আমাদের দলের বোলিং ইউনিট ভাল। তাই পিচ থেকে বোলাররা সাহায্য পেলে আমাদের পক্ষেই মঙ্গল। আমার ক্ষেত্রে অবশ্য উইকেটে বল পড়ে ঘুরলে সুবিধে হয়।’’
নাইটদের দলে আবার তাঁর জাতীয় দলের সতীর্থ সাকিব আল হাসান খেলেন। মুস্তাফিজের শক্তি, দুর্বলতাগুলো যিনি জানেন। যদিও গত ম্যাচে সাকিব খেলেননি। শনিবার সাকিব বা গম্ভীর যিনিই সামনে থাকুক, মাঠে নামলে আলাদা করে তাঁর বিরুদ্ধে কোনও পরিকল্পনা নেই মুস্তাফিজের। ‘‘আমার কাছে সব ব্যাটসম্যানই সমান,’’ বলে দেন তিনি।
তবে কলকাতায় এসেও এখনও মাছ-ভাত খাওয়া হয়নি ওপার বাংলার পেসারের। শনিবার সুযোগ হলে সেটা সারতে চান জানিয়ে দিলেন।