২০১৮ সালে আইপিএলে যোগ হচ্ছে চেন্নাই ও রাজস্থান!

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

001208kalerkantho_pic

 

 

 

 

আইপিএল খবর :  সম্প্রতি বিসিসিআই’এর সাথে আইপিএল এর সম্প্রচার স্বত্ত্ব নিয়ে সংশ্লিষ্টদের টানাপোড়নের মাঝে হঠাৎ করেই পুরনো দুটি দল চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসকে পুনরায় আইপিএল এ ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিসিআই।

২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে সুপ্রিম কোর্ট ২০১৬ ও ২০১৭ এই দুই মৌসুমের জন্য দুইবারের আইপিএল বিজয়ী চেন্নাই ও ২০০৮ সালের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে নিষিদ্ধ করে। কিন্তু এর মধ্যেই আগামী বছর নতুনভাবে নিজেদের ফিরিয়ে নিয়ে আসার জন্য সিএসকে প্রস্তুতি শুরু করেছে। বিশাল সমর্থকদের অকুণ্ঠ সমর্থনই এর পিছনে অন্যতম কারণ বলে জানা গেছে।

অন্যদিকে রাজস্থান দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট হাউজগুলোর সাথে আলোচনা শুরু করেছে। ধারণা করা হচ্ছে, নতুন মালিকের অধীনে ২০১৮ আইপিএল এ তারাও ফিরতে যাচ্ছে। ২০১৮ সালের আইপিএল মৌসুম সম্পূর্ণ নতুনভাবে শুরু হতে যাচ্ছে। সব মিলিয়ে চেন্নাই ও রাজস্থান সমর্থকরা নিজেদের আবারো মাঠে ফিরিয়ে আনার যে স্বপ্ন দেখেছেন তা অচিরেই পূরণ হতে যাচ্ছে, এতে কোন সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *