যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক (ডিএফআইডি) প্রতিমন্ত্রী লর্ড বেইটস বলেছেন, এশিয়ায় উন্নয়নের ক্ষেত্রে এক বড় সফলতার গল্প হলো বাংলাদেশ। কল্যাণমূলক সহায়তা কীভাবে একটি দেশকে পরিবর্তিত করতে পারে তা বাংলাদেশ দেখিয়েছে। যুক্তরাজ্যের সহায়তায় বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে অসামান্য অগ্রগতি এসেছে। বাংলাদেশে তিনদিনের সফর শেষে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ কথা জানিয়েছেন।
গত সোমবার বাংলাদেশে আসেন লর্ড বেইটস। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিতে তিনি মুগ্ধ বলে জানিয়েছেন। সফরকালে তিনি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সরকারের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, যুক্তরাজ্যের সহায়তায় বাংলাদেশে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তা স্পষ্ট। আসছে বছরগুলোতে বাংলাদেশের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যুক্তরাজ্য একসঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়ে তিনি বলেন, আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করতে চাই।