বাংলা নববর্ষ উপলক্ষেও বদলে গেছে গুগলের লোগো। বিশেষ বিশেষ দিবসগুলোতে বদলে যায় গুগলের লোগো। যুক্ত হয়েছে একটি বিশেষ লোগো। যা গুগল ডুডল নামে পরিচিত।
বাংলা নববর্ষ-পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালিদের উপহার হিসেবে গুগল নতুন ডুডল দিয়েছে। বিশেষ এই ডুডলে ফুটিয়ে তোলা হয়েছে পহেলা বৈশাখের ঐতিহ্যকে।
বিশেষ দিনে বিভিন্ন দেশের জন্য হোমপেইজে আলাদা ডুডল দিয়ে থাকে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন। ডুডল হলো বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয় ফুটিয়ে তোলা। ডুডল ব্যবহারের মাধ্যমে এর উপলক্ষ সম্পর্কে সবাইকে জানানো হয়।