বিশ্বের সর্ববৃহৎ উন্নত অর্থনীতিগুলোর প্রতিনিধিরা, জি-২০ এর নেতৃবৃন্দ, একটি পরিকল্পনা অনুমোদন করেছেন যা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি আগামী ৫ বছরে ২ লাখ কোটি ডলারের বেশি বাড়াবে। আবাধ বাণিজ্য বৃদ্ধি এবং অবকাঠামোয় বিনিয়োগের মাধ্যমে তারা এই পরিবৃদ্ধি অর্জন করার পরিকল্পনা করেছেন।
রবিবার ব্রিসবেনে জি-২০ শীর্ষ সম্মেলন শেষে আন্তর্জাতিক নেতারা জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা এবং পশ্চিম আফ্রিকায় এবোলা রোগের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক পদক্ষেপের প্রতি সমর্থন দানের বিষয়েও প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন জি-২০ যে নীতিমালা গ্রহণ করেছে তা মহিলাদের জন্য আগামী ১০ বছরে ১০ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টোনি অ্যাবট বলেছেন প্রবৃদ্ধির ব্যাপারে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর নজর রেখে সব দেশ একে অপরকে দায়বদ্ধ রাখবে।