দিনটি কেমন যাবে আপনার?

লাইফস্টাইল

image_152018.rashi hhjjআজ জন্মদিন হলে আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা। আপনার ওপর শনি ও মঙ্গলের প্রভাব রয়েছে। আপনি পরিশ্রমী, জেদি ও দৃঢ় ইচ্ছাশক্তির অধিকারী। ব্যক্তিস্বাতন্ত্র্য বোধ প্রখর। বৈষয়িক ও আত্মিক উপলব্ধির মধ্যে সুষ্ঠু সমন্বয় করে চরমপন্থা পরিহার করে বাধা ও প্রতিকূলতাকে জীবনের সাধারণ ঘটনা হিসেবে বিবেচনা করলে সফল হবেন। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৮ ও ৯। গুরুত্বপূর্ণ দিন শনি ও মঙ্গলবার। শুভ রং নীল, গোলাপি ও সবুজ। শুভ রত্ন রক্তপ্রবাল ও নীলা।
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো উদ্যোগ সফল হতে পারে। বন্ধু ও প্রিয়জন সহযোগিতা করবে। আগের কোনো কাজের সুফল এখন পেতে পারেন। কাছের কারো উন্নতিতে আনন্দিত হবেন। অনাদায়ী অর্থ পেতে সক্রিয় হবেন। রোমান্স শুভ।
ধনু (২২ নভেম্বর-২১ ডিসেম্বর)
বিশেষ কোনো কাজের দায়িত্ব আসতে পারে। পেশাগত কাজে অগ্রগতি হবে। কোনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। বকেয়া অর্থ আদায়ের সম্ভাবনা আছে। ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ আসবে।
মকর (২২ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
যেৌথ কোনো প্রচষ্টোর অগ্রগতি হতে পারে। বাধাপ্রাপ্ত কাজ সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হবে। কোনো প্রবাসীর সঙ্গে যোগাযোগে আনন্দ পাবেন। অন্যের উপকার করে প্রশংসা পাবেন। ভ্রমণ শুভ।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কাজে দায়িত্ব বৃদ্ধি পাবে। কোনো ব্যাপারে সদ্ধিান্তহীনতায় ভুগতে পারেন। প্রিয়জনের সাফল্যে আনন্দ পাবেন। কারো সঙ্গে মতবিরোধ হতে পারে। পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
অন্যের সহযোগিতায় কাজের উন্নতি হবে। পারিপার্শ্বিক প্রতিকূলতার মধ্যেও নতুন আশার সঞ্চার হবে। কোনো পরিবর্তনের কথা চিন্তা করে কিছুটা মানসিক চাপ অনুভব করবেন। ভ্রমণ ও রোমান্স শুভ।
মেষ (২১ মার্চ-১৯ এপ্রিল)
বেকারদের কাজের সুযোগ আসতে পারে। কোনো ব্যাপারে অনিশ্চয়তায় ভুগতে পারেন। কিছুটা মানসিক চাপ থাকতে পারে। অন্যের কাজের দায়িত্ব নিয়ে বিব্রত হতে পারেন। স্বাস্থ্যের প্রতি নজর দেবেন।
বৃষ (২০ এপ্রিল-২০ মে)
আর্থিক উন্নতি নৈরাজ্য কাটাতে সাহায্য করবে। নিজে উদ্যমী হয়ে সহকর্মীদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। কোনো বন্ধুর উপস্থিতিতে আনন্দ পাবেন। বিনোদন ও ভ্রমণ শুভ।
মিথুন (২১ মে-২০ জুন)
পারিবারিক দায়িত্ব পালনে বাড়তি ব্যয় হতে পারে। অন্য কাউকে নিজের অনুকূলে আনার প্রচষ্টোয় অগ্রগতি হবে। সামাজিক কাজে অনেকের সহযোগিতা পাবেন। পানাহারে সতর্ক থাকবেন।
কর্কট (২১ জুন-২২ জুলাই)
দিনটি সম্ভাবনাময়। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন। উপস্থিত বুদ্ধিতে প্রতিকূলতা কাটিয়ে অগ্রগতি হবে। প্রতিপক্ষকে আয়ত্তে আনতে অপেক্ষা করতে হবে। বিকল্প কর্মপ্রচষ্টোয় সাফল্য পাবেন।
সিংহ (২৩ জুলাই-২২ আগস্ট)
আর্থিক উন্নতির সম্ভাবনা আছে। উদ্যমের সহিত কাজ করলে সাফল্য পাবেন। পুরনো কোনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। পূর্বের কোনো ভুল সংশোধন করতে পারবেন। বিনোদন ও ভ্রমণ শুভ।
কন্যা (২৩ আগস্ট-২২ সেপ্টেম্বর)
কর্মে সুনাম ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নিজস্ব কেৌশলে বিরুদ্ধ পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। যেকোনো জটিলতার সনে্তাষজনক নিষ্পত্তি হতে পারে। পরিবেশ অনুকূলে থাকবে। আবেগের বশে কোনো কাজ করবেন না।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
ন্যায্যপ্রাপ্তিতে বাধা আসতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। উদ্যমের ঘাটতিতে নতুন পরিকল্পনায় সাফল্য ব্যাহত হতে পারে। সচেতনতার অভাবে সুযোগ হাতছাড়া হতে পারে। দ্বিধাগ্রস্ত হয়ে কোনো সদ্ধিান্ত নেবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *