যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি রাসায়নিক কারখানায় শক্তিশালী বিস্ফোরণে দুই সহোদরসহ চার কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণে আহত পাঁচজনকে গুরুতর অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শনিবার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনার ফলে ১২ ঘণ্টা কারখানার সকল কাজ বন্ধ ছিল।
টেক্সাসের লা পোর্ট শহরের ডুপন্ট ক্যামিক্যাল কারখানায় দুই ঘণ্টা ধরে মিথেইনথিওল (এক ধরনের বর্ণহীন গ্যাস) নির্গমনের ফলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সহোদর হলেন : গিলবার্ট টসানো ও রবার্ট টিসানো। কারখানার ব্যবস্থাপক র্যানডেল ক্লেমেন্ট জানান, এ বিস্ফোরণের ফলে কারখানার বাইরে কোনো ঝুঁকির সৃষ্টি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের ফেডারেল তদন্ত দল গঠন করা হয়েছে। এ দলের নেতৃত্ব দিচ্ছেন এজেন্সির কর্মকর্তা ড্যানিয়েল হরউইজ। কীভাবে এ ঘটনা ঘটেছে- তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, টেক্সাসের লা পোর্ট শহরের ডুপন্ট ক্যামিক্যাল কারখানাটি ১৯৪৬ সালে চালু করা হয়। এর আগে এমন দুর্ঘটনা কখনও ঘটেনি বলে কারখানার একটি সূত্র থেকে জানা গেছে।
টেক্সাসের লা পোর্ট শহরের ডুপন্ট ক্যামিক্যাল কারখানায় দুই ঘণ্টা ধরে মিথেইনথিওল (এক ধরনের বর্ণহীন গ্যাস) নির্গমনের ফলে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সহোদর হলেন : গিলবার্ট টসানো ও রবার্ট টিসানো। কারখানার ব্যবস্থাপক র্যানডেল ক্লেমেন্ট জানান, এ বিস্ফোরণের ফলে কারখানার বাইরে কোনো ঝুঁকির সৃষ্টি হয়নি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের ফেডারেল তদন্ত দল গঠন করা হয়েছে। এ দলের নেতৃত্ব দিচ্ছেন এজেন্সির কর্মকর্তা ড্যানিয়েল হরউইজ। কীভাবে এ ঘটনা ঘটেছে- তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, টেক্সাসের লা পোর্ট শহরের ডুপন্ট ক্যামিক্যাল কারখানাটি ১৯৪৬ সালে চালু করা হয়। এর আগে এমন দুর্ঘটনা কখনও ঘটেনি বলে কারখানার একটি সূত্র থেকে জানা গেছে।