দেশে তৈরি সেরা মোবাইল কনটেন্ট ও উদ্ভাবনীকে স্বীকৃতি দিতে ৪ মে দেওয়া হবে ‘জাতীয় মোবাইল অ্যাপ্লিকেশন পুরস্কার’। মোবাইলভিত্তিক কনটেন্ট (এসএমএস, আইভিআর, অ্যাপ, গেইম) তৈরিতে উৎসাহ দিতে এ পুরস্কার দেবে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। বিজয়ীরা সরাসরি ওয়ার্ল্ড সামিট মোবাইল পুরস্কারের আন্তর্জাতিক আসরে অংশ নেওয়ার সুযোগ পাবেন। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে গুগল ডেভেলপার গ্রুপ সোনারগাঁও এবং জিডিজি বাংলা। আটটি বিভাগে সেরা তিনটি অ্যাপ নির্মাতাকে এ পুরস্কার দেওয়া হবে। এ পর্যন্ত ২৯৩টি অ্যাপ পুরস্কারের জন্য জমা পড়েছে।
গতকাল আইসিটি বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ, বেসিস সভাপতি মোস্তাফা জব্বার ও বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। http://appaward.ictd.gov.bd/ ঠিকানায় ১৯ এপ্রিলের মধ্যে নিবন্ধন ও মনোনয়ন জমা দিতে হবে।