আইপিএল খবর : রাজা বনাম নাইট।
দশম আইপিএলে শাহরুখ খানের নাইটদের ঘরের মাঠের অভিযান শুরু হচ্ছে প্রীতি জিন্টার কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। যার আগে নাইটদের শিবিরে উদ্বেগ বাড়াচ্ছে ফিল্ডিং। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে খারাপ ফিল্ডিংই ডুবিয়েছে।
বুধ সন্ধ্যায় ইডেনে সাংবাদিক সম্মেলনে এসে সে কথা স্বীকারও করলেন নাইটদের কোচ জাক কালিস। তাঁর কথায়, ‘‘ভুল থেকে শিক্ষা নিয়েছি আমরা।’’
কিংগস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে একটা খবরে কিছুটা স্বস্তি কলকাতা নাইট রাইডার্সের শিবিরে। ক্রিস লিনের চোট যতটা গুরুতর ভাবা হয়েছিল, ততটা নয়। তবে প্রীতি জিন্টার দলের বিরুদ্ধে নেই তিনি। বুধবার ইডেনে কেকেআর কোচ এ কথা জানিয়ে দেন। কালিস বলেন, ‘‘আমরা প্রথমে যতটা গুরুতর ভেবেছিলাম, লিনের চোট ততটা মারাত্মক নয়। আশা করছি, এই আইপিএলে আমরা লিনকে আবার টিমে পাব।’’
তিন বছর আগে আইপিএল ফাইনালে ঋদ্ধিমান সাহার শতরানের পরেও নাইটদের কাছে হারতে হয়েছিল পঞ্জাবকে। পঞ্জাব শিবির অবশ্য সেই কথা আর মাথায় রাখছে না। সাংবাদিক সম্মেলনে এসে বিপক্ষের বঙ্গসন্তান উইকেটকিপার ঋদ্ধিমান বলেও গেলেন, ‘‘অতীত মনে রাখি না।’’
বদলা, বৈরিতা যা-ই থাক না কেন ইডেনে বৃহস্পতিবারই আইপিএলের বোধন। তাই ক্রিকেটের সঙ্গে বিনোদনেও কমতি থাকছে না। সেই মঞ্চে মোনালি ঠাকুরের গানের সঙ্গে নাচবেন শ্রদ্ধা কপূর। কুড়ি মিনিটের অনুষ্ঠান শুরু হবে সন্ধে সাড়ে ছ’টায়। থাকবে ছৌ নাচ-সহ বাংলার লোকসংস্কৃতির কোলাজ। এ দিন বিকেলে তার চূড়ান্ত মহড়াও হয়ে গেল জোর কদমে। এ ছাড়াও কেকেআরের দশ বছর উপলক্ষে থাকছে বিশেষ ভিডিও ক্লিপিংস। ম্যাচ শুরুর আগে তা জায়ান্ট স্ক্রিনে দেখানো হবে দর্শকদের। গত ন’বছরে নাইটদের সাফল্য, আবেগের খণ্ডচিত্র— সবই তুলে ধরা হবে দশম বছরে।
কিন্তু তিনি, শাহরুখ খান হাজির থাকছেন কি? উত্তরে কেকেআর কর্তারা নিশ্চুপ। সূত্রের খবর, বৃহস্পতিবার তিনি থাকছেন না। বরং নববর্ষের দিন সানরাইজার্সের বিরুদ্ধে মাঠে থাকতে পারেন শাহরুখ।