জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘কারাগারের রোজনামচা’ বইটির কপি জাতীয় সংসদের লাইব্রেরীতে সংরক্ষণের সুপারিশ করেছে সংসদের লাইব্রেরী সংক্রান্ত স্থায়ী কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ কমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়। এটি ছিল দশম জাতীয় সংসদের লাইব্রেরী কমিটির ৮ম বৈঠক।
কমিটির সভাপতি ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য বজলুল হক হারুন, আব্দুল মান্নান, মোহাম্মদ হাছান মাহ্মুদ, এনামুল হক এবং কাজী রোজী অংশগ্রহণ করেন।
বৈঠকে লাইব্রেরীর অভ্যন্তরীণ সাজসজ্জা বাস্তবায়নে গৃহীত প্রকল্পের অগ্রগতি পাওয়ার পয়েন্টের মাধ্যমে উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়টির উপর সাব-কমিটি কর্তৃক একটি প্রতিবেদন প্রস্তুত করে আগামী বৈঠকে উপস্থাপনেরও সুপারিশ করা হয়।
বৈঠকে সংসদ লাইব্রেরীর অনলাইন কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।