১০ম আইপিএল আসরে প্রথম সেঞ্চুরি

Slider খেলা সামাজিক যোগাযোগ সঙ্গী

2017-04-120

আইপিএল খবর :  ভারতীয় প্রিমিয়ার লীগ (আইপিএল) এর প্রথম সেঞ্চুরি হাঁকিয়েছে দিল্লী ডেয়ারডেভিলসের ২২ বছর বয়সী ব্যাটসম্যান সাঞ্জু স্যামসন। গতকাল মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন স্টেডিয়ামে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ৬৩ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলেন স্যামসন। তার ব্যাটে ভর করে দিল্লী ৪ উইকেটে ২০৫ রানে বিশাল স্কোর গড়ে তোলে।

ডান হাতি এই ব্যাটসম্যানের টোয়েন্টি২০ ফর্মেটে এটাই প্রথম সেঞ্চুরি। তার এই ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও পাঁচটি বিশাল ওভাল বাউন্ডারি।এর আগে আইপিএল এ স্যামসনের পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে।

ইনিংসের সপ্তম ডেলিভারিসে ডেয়ারডেভিলস যখন তাদের প্রথম উইকেট হারায় তখনই স্যামসন ক্রিজে আসেন। আদিত্য টারে শূন্য রানে আউট হলে কেরালার এই তরুণ উইকেটে আসেন।

প্রথম থেকেই তিনি সফরকারীদের রান রেট বাড়ানোর কাজে মগ্ন ছিলেন। ১৯তম ওভারের প্রথম বলে স্যামসন তার সেঞ্চুরি পূরণ করেন।

এ্যাডাম জামপার পরের বলেই বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন। এর আগে স্যামসনের টি২০’তে সর্বোচ্চ রান ছিল ৮৭। ২০১৫-১৬ মৌসুমে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঝাড়কান্ডের হয়ে তিনি এই রান করেছিলেন। স্যামসনের এই ইনিংসের কারনে দিল্লী ২০১২ সালের পরে এই প্রথম ২০০ রানের কোটা পার করতে সক্ষম হয়েছে। ম্যাচটিতে দিল্লী ৯৭ রানের জয় তুলে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *