অধ্যাপক শফিউল হত্যাকাণ্ড ১৫ দিনের মধ্যে হত্যাকারীরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

Slider গ্রাম বাংলা জাতীয়

image_151764.shafiul

স্টাফ করেসপন্ডেন্ট

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে নতুন কর্মসূচি দেওয়ার পাশাপাশি ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এই সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচিতে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের জুবেরি ভবনে শিক্ষক সমিতির এক বৈঠক শেষে আগামী সোম ও মঙ্গলবারও সব ধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সমিতির সাধারণ সম্পাদক প্রণব কুমার পাণ্ডে বলেন, অধ্যাপক শফিউল ইসলামকে হত্যার প্রতিবাদ এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে দুই দিন ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি ক্যাম্পাসে মানববন্ধন, বিক্ষোভ ও সমাবেশ করবেন শিক্ষকরা। এছাড়া আগামী ১৯ নভেম্বর রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে শিক্ষক-শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মানববন্ধন করা হবে। আর ১৫ দিনের মধ্যে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গ, গতকাল শনিবার বিকেলে ক্যাম্পাস থেকে চৌদ্দপাইয়ে নিজের বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসিক এলাকা বিহাস পল্লীতে হামলার শিকার হন অধ্যাপক শফিউল ইসলাম (৪৮)। পরে মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমসহ তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর অস্ত্রোপচারের প্রস্তুতির মধ্যেই মারা যান তিনি। তিনি বাউল সাধক লালনের ভক্ত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *