মেক্সিকোতে ভবন ধসে ৬জন নিহত

Slider সামাজিক যোগাযোগ সঙ্গী সারাবিশ্ব
th
মেক্সিকো সিটিতে সোমবার নির্মাণাধীন একটি ভবন ধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় দমকল বাহিনী।
নগরীর জনস্বার্থ রক্ষা বিষয়ক সেক্রেটারি ফাউস্তো লুগো জানান, এ ঘটনায় আহত আরো নয়জনকে কাছের একটি হাসপাতালে নেয়া হয়েছে। তিনি আরো জানান, রাজধানীর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। কিছু নির্মাণকর্মী এখনো ধ্বংসস্তূপের ভেতরে আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
নির্মাণ প্রক্রিয়ার ত্রুটির কারণে এ ধরণের দুর্ঘটনা ঘটেছে। সেখানে আটকা পড়াদের উদ্ধারে তৎপরতা চলছে বলেও জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। সিনহুয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *