ঢাকা : এবার পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপলক্ষে নারী উত্যক্তকারীদের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গঠন করেছে ইভটিজিং বিরোধী বিশেষ টিম। আজ ১১ এপ্রিল’১৭ সকাল ১১ টায় ডিএমপি মিডিয়া সেন্টারে পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিং এ এমনটি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম।
কমিশনার বলেন- এ টিমের সদস্যরা ইউনিফর্মে এবং সাদা পোষাকে বিভিন্ন জায়গায় দায়িত্বরত থাকবে। ইভটিজিং ঘটনার আঁচ পেলেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমরা চাই সকল জনসাধারণ নির্বিঘ্নে ও নিরাপদে পহেলা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করুক।