পিস্তল খোয়া যাওয়ায় গাজীপুরের কাপাসিয়া থানার এস আই সুমন সাসপেন্ড

Slider গ্রাম বাংলা

10917893_1586310234843177_2785436532876773338_n

 

 

 

 

 

 

কাপাসিয়া; গাজীপুরের কাপাসিয়া থানার এসাই সুমন আহমেদের বাসা থেকে গত রোববার রাতে পিস্তল চুরি হয়েছে। এ ঘটনায় গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ ওই রাতেই তাকে সাময়িক বরখাস্ত করে পুলিশ লাইনে ক্লোজড করেছে।

পুলিশের কালীগঞ্জ সার্কেল পংকজ দত্ত সোমবার সকালে কাপাসিয়া থানায় সাংবাদিকদের জানান।

থানা সূত্রে জানা যায়, এসআই সুমন আহমেদ গত শনিবার রাতে ডিউটি শেষ করে থানার পাশে তার বাসা থেকে রোববার সকাল ৯ টার দিকে রেশন উঠানোর জন্য গাজীপুর যান। রাত ১০টার দিকে ভাড়া বাসায় ফিরে দেখে তৃতীয় তালায় তার বাসার দরজা খোলা ও ঘরের মালামাল তছনছ করা এবং সিন্দুকে রক্ষিত তার ব্যবহৃত সরকারী পিস্তলটি নেই। এ সময় তার বাসায় কেউ ছিল না। গত দু’দিন পূর্বে তার স্ত্রী, সন্তান বাড়িতে বেড়াতে যান। এ ঘটনা জানাজানি হলে থানা পুলিশের মাঝে তোলপাড় শুরু হয়। পরে রাতেই খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাশেল শেখ, গাজীগঞ্জ সার্কেল এএসপি পংকজ দত্ত, থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ঘটনাস্থল পরিদর্শন করেন। ২ টি ম্যাগজিনে ২৪ রাউন্ড গুলি সহ ব্রাজিলের তৈরী ৯ এমএম তরাশ পিস্তলটি খোয়া যাওয়ার ঘটনায় গাজীপুর পুলিশ সুপার এসআই সুমন আহমেদকে রোববার রাতেই সাময়িক বরখাস্ত করেছেন। সুমন আহমেদের বাসা থেকে পিস্তল, নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ ৭ লাখ ১১ হাজার টাকার মালামাল চুরির ঘটনায় সে নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। উল্লেখ, এসআই সুমন আহমেদ একজন নাট্যকর্মী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *