স্টাফ করেসপন্ডেন্ট
ঢাকা: টঙ্গীতে অপহরণের ২০ দিনপর ঢাকার মগবাজার থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। এ সময় অপহরণকারী বাবলুকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মহানগরের টঙ্গীর আউচপাড়া এলাকার নুর আলম সিদ্দীকির মেয়ে ও রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী ঐশীকে গত ২৭ অক্টোবর বাড়ীর সামনে থেকে অপহরণ করা হয়। এব্যাপারে টঙ্গী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এ প্রেক্ষিতে টঙ্গী থানা পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গত শনিবার গভীর রাতে ঢাকার মগবাজারের টিএন্ডটি কলোনির বাসিন্দা আব্দুল হকের বাসা থেকে ঐশিকে উদ্ধার করা হয়। এসময় আব্দুল হকের ছেলে অপহরণকারী বাবলুকে গ্রেফতার করা হয়। অপহৃত স্কুল ছাত্রী ঐশিকে রোববার সকালে তার বাবা-মার হাতে সোর্পদ করা হয়। অপহরণকারী বাবলুকে গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
##