মন্ত্রী বলেন, সব কিছু সময় মতো হবে। আমরা কোন নিয়মের ব্যত্যয় ঘটাব না। আপনারা জানেন ২১ দিন হতে হলে কতদিন লাগবে। আমরা প্রহর গুণছি। শেষ হলেই আপনারা দেখবেন।
মুফতি হান্নানের ফাঁসিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কোন নির্দেশনা আছে কিনা- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের আইন-শৃঙ্খলাবাহিনী সব সময়ই প্রস্তুত রয়েছে। মাঝে মাঝে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের অ্যাটাক করার আগেই আস্তানা দেখে ফেলেছে। তাদের চিহ্নিত করে, আমরা নিস্ক্রিয় করেছি। এ বিষয়ে এখনও আমাদের কাছে কোন থ্রেট আসেনি। নতুন কোন তথ্য আসেনি যে এ ধরণের নাশকতা হতে পারে।
সিলেটে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় মৃত্যুদ-াদেশ পাওয়া হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) করলে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বেঞ্চ গত ৭ ডিসেম্বর তার মৃত্যুদ-াদেশ বহাল রাখেন।
আপিল বিভাগের রায় হাইকোর্ট হয়ে নিম্ন আদালতে যাওয়ার পর বিচারিক আদালত মৃত্যু পরোয়ানা জারি করেন। গাজীপুরের কাশিমপুর কারাগারে সেটি পৌঁছলে কারা কর্তৃপক্ষ হান্নানকে মৃত্যু পরোয়ানা পড়ে শোনায়।
এরপর মুফতি হান্নান দোষ স্বীকার করে প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চান। প্রেসিডেন্ট সেই আবেদন খারিজ করে দিয়েছেন। এখন কারাবিধি অনুযায়ী এই জঙ্গিনেতার মৃত্যুদ- কার্যকর করবে সরকার।